নভেম্বরে ঢাকায় প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা-প্যারাগুয়ে

ই-বার্তা ডেস্ক।।  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে চমক হিসেবে ঢাকায় আর্জেন্টিনা ফুটবল দলকে আনা হবে বলে গুঞ্জন ছিল বছরের শুরুতেই। ১৮ নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আর্জেন্টিনা বানাম  প্যারাগুয়ের ম্যাচ দিয়ে সেই গুঞ্জন বাস্তবরুপ পেতে যাচ্ছে।  

মঙ্গলবার হুট করেই প্যারাগুয়ের ফুটবলের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে ম্যাচটির ঘোষণা দেওয়া হয়। আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার তিন দিন আগে ১৫ নভেম্বর একই ভেন্যুতে ভেনেজুয়েলার মুখোমুখি হবে প্যারাগুয়ে।

এদিকে আর্জেন্টাইন ফুটবল সম্পর্কীত নিউজ পোর্টাল মুন্দো আলবিসেলেস্তের এক খবরেও ঢাকায় প্যারাগুয়ের সঙ্গে আর্জেন্টিনার অনুষ্ঠেয় ম্যাচটির কথা নিশ্চিত করা হয়েছে। পোর্টালটির খবরে বলা হয়েছে, ১৫ নভেম্বর সৌদি আরবে একটি প্রীতি ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মুখোমুখি হবে আর্জেন্টিনা। আর ১৮ নভেম্বর ঢাকায় প্যারাগুয়ের মুখোমুখি হবে দুইবারের চ্যাম্পিয়নরা।

আকর্ষণীয় ব্যাপার, এরমধ্যে আন্তর্জাতিক ফুটবলে নিষেধাজ্ঞা কাটিয়ে উঠবেন আর্জেন্টিনার সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি। সৌদি আরব ও প্যারাগুয়ের বিপক্ষে দলে থাকবেন এই বার্সেলোনা তারকা। ফলে ঢাকার মাঠে আবারও গ্রহের অন্যতম সেরা ফুটবলার মেসিকে দেখার সুযোগ পাবে ফুটবল সমর্থকরা।

এর আগে ২০১১ সালে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আমন্ত্রণে ঢাকায় আসে লিওনেল মেসিসহ আর্জেন্টিনা দল। 

ই-বার্তা/সালাউদ্দিন সাজু