নারী খেলোয়াড় তাসফিয়াকে লাঞ্চিত, সাময়িক বরখাস্ত কোচ

ই-বার্তা ডেস্ক।।  নারী খেলোয়াড় তাসফিয়া চৌধুরীকে থাপ্পড় মারার অভিযোগে বাংলাদেশ বাস্কেটবল দলের কোচ সবুজ মিয়াকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।  গতকাল সোমবার এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।   

জানা যায়, গতকাল তাসফিয়া চৌধুরী, তার বাবা এবং কোচ সবুজ মিয়াকে ডাকে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন।  সবার কথা শুনার পর সভায় এ সিদ্ধান্ত নেয় বিওএ।  

এ ব্যাপারে বিওএর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ফখরুদ্দিন হায়দার গণমাধ্যমকে জানান, ‘আমরা বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনকে নির্দেশ দিয়েছি তিন দিনের মধ্যে ঘটনা তদন্ত করে প্রতিবেদন দিতে। প্রতিবেদন না পাওয়া পর্যন্ত অভিযুক্ত কোচ সবুজ মিয়াকে কোচিং দায়িত্ব থেকে বিরত রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।’

এদিকে, আগামী ১ থেকে ১০ ডিসেম্বর নেপালে অনুষ্ঠিত হবে এসএ গেমস। এই গেমসের প্রস্তুতির জন্য চলতি মাসে ৭টি ম্যাচ খেলতে কলকাতায় গিয়েছিল বাংলাদেশ নারী বাস্কেটবল দল। সেখানেই কোচ সবুজ মিয়া তাসফিয়া চৌধুরীকে থাপ্পড় মারেন বলে অভিযোগ করেন তিনি। 

ই-বার্তা/সালাউদ্দিন সাজু