নির্বাচনে ভরাডুবির পর তিন ভাষায় কবিতা লিখেছেন মমতা

ই- বার্তা ডেস্ক।।   পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনে মোদির বিজেপির কাছে আসন খুইয়ে অনেকটা চুপ হয়ে গেছেন ।

তবে চুপ থাকার মতো মানুষ নন মমতা। সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে কথা বলে কলম ধরলেন তিনি। লিখলেন হিন্দি, ইংরেজি ও বাংলা ভাষায় কবিতা।

 নাম উল্লেখ না করলেও কবিতার বিষয়বস্তু দেখে ধারণা করা যায়, মমতার এসব কবিতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তার কট্টর হিন্দুত্ববাদী দল বিজেপির সভাপতি অমিত শাহকে নিয়ে লেখা হয়েছে।

টুইটারে পোস্ট করা এসব কবিতায় মমতা লিখেছেন, ‘আমি সাম্প্রদায়িকতার রঙে বিশ্বাস করি না। আমি ধর্মীয় উগ্রতাতেও আস্থা রাখি না। যে ধর্ম মানুষের থেকে উঠে আসে আমার আস্থা শুধু তাতেই।’

কবিতায় বাংলায় সন্ত্রাসের প্রসঙ্গ স্থান পেয়েছে। সাত দফার নির্বাচনে প্রায় প্রতিদিন রাজ্যের একাধিক জায়গায় সংঘর্ষ-সহিংসতার ঘটনা ঘটেছে। নির্বাচনের রোড শো চলাকালীন কলকাতায় বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছে। সে কথাও আছে মমতার কবিতায়।

ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম