নেপালে ভূমিধ্বসে নিহত ১২

ই-বার্তা ডেস্ক।।  টানা কয়েকদিনের ভারী বৃষ্টিপাতে মঙ্গলবার পশ্চিম নেপালের গুলমি জেলায় ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২ জন নিহত হয়েছে। 

ভূমিধ্বসের ঘটনায় নিখোঁজ রয়েছে আরও অন্তত ৩ জন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছে দেশটির পুলিশ। 

এএনআই’রএক  প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েকদিন থেকে নেপালে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। যার জেরে মঙ্গলবার সন্ধ্যায় সত্যবতী গ্রামীণ পৌরসভার ৩ এবং ৪ নম্বর ওয়ার্ডে ধস নামে। এতে চাপা পড়ে যায় বেশ কয়েকটি বাড়ি। 

ওই এলাকায় ফের ধস নামার আশঙ্কা আছে বলে খবরে বলা হয়েছে। বিপদের মুখে আরও অন্তত ২০টি বাড়ি। এই সমস্ত বাড়ির বাসিন্দারা নিকটবর্তী ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন।

এদিকে, ধ্বংসস্তূপ সরিয়ে প্রাথমিকভাবে উদ্ধারকাজ শুরু করেন সেখানকার স্থানীয় বাসিন্দারা। পরবর্তীতে সেনাবাহিনী ও পুলিশ উদ্ধারকাজে যোগদান করেন।

ই-বার্তা/সালাউদ্দিন সাজু