পাকিস্তানকে আর্থিক সহায়তা না দিতে ট্রাম্প প্রশাসনকে চিঠি

ই-বার্তা ডেস্ক।।  পাকিস্তানের ভেঙে পড়া অর্থব্যবস্থার উন্নতির জন্য আন্তর্জাতিক অর্থ ভান্ডারের (আইএমএফ) দ্বারস্থ হয়েছিল পাকিস্তান।  মোটা অঙ্কের আর্থিক সহায়তা চেয়েছিল পাকিস্তান।  তাতে বাধা হয়ে দাঁড়াতে পারে মার্কিন সরকার।

পাকিস্তানকে আর্থিক সাহায্য দেওয়ার বিরোধিতা করতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে চিঠি দিয়েছেন মার্কিন কংগ্রেসের তিনজন প্রভাবশালী নেতা।  তারা বলছে, চীনের কাছে প্রচুর টাকা ঋণ রয়েছে পাকিস্তানের।  আন্তর্জাতিক অর্থভান্ডারের টাকায় ওই দেনা মেটানো হতে পারে।

আন্তর্জাতিক অর্থ ভান্ডার থেকে পাকিস্তানকে অর্থ সাহায্য দেওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে মার্কিন প্রশাসনের কাছে চিঠি লেখেন কংগ্রেসের তিন নেতা টেড ইয়োহো, অমি বেরা এবং জর্জ হোল্ডিং।  তাঁরা বলেন, ‘চীন-পাকিস্তান করিডোর প্রকল্পের আওতায় পাকিস্তানে প্রায় ৬ হাজার ২০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করছে চীন।  অথচ কী ভাবে ওই টাকা শোধ হবে, করিডোর থেকে আয়ের টাকাই বা কার ভাগে কতটা যাবে, তা এখনো স্পষ্ট নয়।  অন্যদিকে চীনের কাছে দেনা ক্রমশ বেড়েই চলেছে পাকিস্তানের।  তাই আন্তর্জাতিক অর্থ ভান্ডারের টাকায় পাকিস্তান সরকার চীনের দেনা শোধ করতে পারে বলে আশঙ্কা আমাদের।’

অবশ্য মার্কিন নেতাদের চিন্তিত হওয়ার যথেষ্ট কারণও রয়েছে।  ১৯৮০ সাল থেকে আন্তর্জাতিক অর্থ ভান্ডারের কাছ থেকে ১২ বার আর্থিক সাহায্য আদায় করেছে পাকিস্তান।  ২০১৩ সালে নওয়াজ শরিফের আমলে ৩৬ মাসে ৬৬০ কোটি মার্কিন ডলার আর্থিক সাহায্য পায় তারা।  তা সত্ত্বেও আর্থিক সংস্কার ঘটাতে সফল হয়নি তারা। 

ই-বার্তা/সালাউদ্দিন সাজু