পাকিস্তানকে ঝুঁকির মধ্যে ফেলেছে ইমরান খানঃ ফজলুর রহমান

ই-বার্তা ডেস্ক।।  পাকিস্তানের বিরোধী দল জমিয়তে উলামা-ই-ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমান বলেছেন, অদক্ষ শাসক পাকিস্তানকে হুমকিতে ফেলেছে।  

এক ভাষণে তিনি বলেন, বর্তমান সরকার অর্থনীতিকে তলানিতে নিয়ে গেছে। গেল ৭০ বছরের তুলনায় বেশি ঋণ নেয়া হয়েছে গেল এক বছরে। মুদ্রার অবমূল্যায়ন ও স্ফীতিতে সাধারণ মানুষের জীবনে বিপর্যয়কর প্রভাব ফেলেছে। 

তিনি বলেন, সরকারকে যদি আর বেশি সময় দেয়া হয়, তবে পাকিস্তানের অবস্থা চরম অবনতির দিকে যাবে। অবৈধ সরকারকে না হটানো পর্যন্ত সাংবিধানিক সীমাবদ্ধতার ভেতরে থেকে একটি লক্ষ্যে এগিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি। 

প্রধানমন্ত্রী ইমরান খানকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি ক্ষমতায় নেই, এটা অবশ্যই এখন আপনাকে মাথায় নিতে হবে। কাজেই আপনার তাবেদারির সময় শেষ হয়ে গেছে। এখন দেশ আমাদের নিয়ন্ত্রণে। আমরা অর্থনীতিকে শান্তিপূর্ণভাবে চালাবো। ভেঙে পড়া অর্থনীতিকে একটি স্থিতিশীল অবস্থায় নিয়ে আসবো।

সমাজের প্রতিটি অংশকে সুরক্ষার প্রতিশ্রুতিও দিয়েছেন পাকিস্তানের বিরোধী দলের এই প্রধান নেতা। 

ই-বার্তা/সালাউদ্দিন সাজু