পাকিস্তান সন্ত্রাসবাদবিরোধী অভিযান চালাতে পারলে ভারত কেন পারবে না?: ভারতের অর্থমন্ত্রী

ই-বার্তা ডেস্ক ।।   ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেছেন, যুক্তরাষ্ট্র পাকিস্তানের ভেতরে ঢুকে সন্ত্রাসবাদবিরোধী অভিযান চালাতে পারলে ভারত কেন পারবে না? গতকাল বুধবার এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের নেভি সিলের অভিযানে পাকিস্তানে লুকিয়ে থাকা আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেন হত্যার প্রসঙ্গ তুলে তিনি এ কথা বলেন।

গত ১৪ ফেব্রুয়ারি পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মুহাম্মদের আত্মঘাতী হামলায় অন্তত ৪২ জন ভারতীয় সেনা নিহত হন। এর জবাবে বুধবার ভোরে পাকিস্তানের অভিযান চালিয়ে ৩০০ জঙ্গি হত্যার দাবি করে ভারত।

এ প্রসঙ্গ তুলে পাকিস্তানে ঢুকে ভারতের এই সার্জিক্যাল হামলার পক্ষে যুক্তি দিয়ে অরুণ জেটলি বলেন, সন্ত্রাসীদের নির্মূল করার সক্ষমতা ভারতের আছে। সন্ত্রাসীদের নির্মূল করতে প্রতিবেশী দেশের ভেতরে ঢোকার অধিকারও ভারতের আছে।

তিনি বলেন, যখন মার্কিন নেভি সিলের কমান্ডোরা পাকিস্তানে অভিযান চালিয়ে ওসামা বিন লাদেনকে হত্যা করেন। যুক্তরাষ্ট্র এটা করতে পারলে ভারত কেন পারবে না? এটা এক সময় কল্পনা ছিল কিন্তু আজ এটা সম্ভব।

ই-বার্তা /  তামান্না আলী প্রিয়া