পেটের মধ্যে ১ কেজি ৪০০ গ্রাম স্বর্ণ!

ই-বার্তা ।।  ভারতীয় এক নাগরিকের পেট থেকে ১ কেজি ৪০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের ঢাকা কাস্টম হাউস।

 

বৃহস্পতিবার (২৯ মার্চ) সন্ধ্যায় দুবাই থেকে এমিরেটসের একটি ফ্লাইটে বিনোদ কুমার নামের ভারতীয় ওই নাগরিক ঢাকা আসেন বলে জানান ঢাকা কাস্টম হাউসের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী।

 

তিনি বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে শাহজালালে দুবাই থেকে একটি ফ্লাইটে ঢাকায় আসেন বিনোদ কুমার। বোর্ডিং ব্রিজ এলাকায় যাত্রীর চলাফেরা সন্দেহজনক মনে হলে তাকে অনুসরণ করা হয়।

 

পরে গ্রিন চ্যানেল অতিক্রম করার পরে আর্চওয়ে মেশিনে বডি স্ক্যান করা হয়। এতে তার পেটে স্বর্ণের অস্তিত্ব পাওয়া যায়। পরবর্তীতে যাত্রীর রেক্টাম থেকে ১৪টি স্বর্ণবার উদ্ধার করা হয়। উদ্ধার করা ১ কেজি ৪০০ গ্রাম স্বর্ণের আনুমানিক মূল্য ৭০ লাখ টাকা।’ তিনি আরও জানান, যাত্রী বিনোদ কুমারকে আটক করা হয়েছে। তার বাড়ি ভারতের দিল্লিতে।

 

 

ই-বার্তা/ এস এস