প্রবাসী কর্মী নির্বাচনে আইনি পদক্ষেপ মালয়শিয়ার

ই-বার্তা ডেস্ক।।  জানা গেছে, মালয়েশিয়ায় বাংলাদেশী কর্মীদের ওপর নানা নির্যাতনের দায়ে অভিযুক্ত কোম্পানির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে মালয়েশিয়া সরকার। এতে অভিবাসী কর্মীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। 

বাংলাদেশি ও নেপালি কর্মীদের সঙ্গে বাজে আচরণ, তিন মাস ধরে তাদের বেতন-ভাতা না দেওয়াসহ সরকারি তদন্তে ৪২টি অভিযোগের আলামত পাওয়ার পর মালয়েশিয়ার চিকিৎসাসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান ডব্লিউআরপির বিরুদ্ধে মামলা দায়ের করতে যাচ্ছে দেশটির সরকার।

মালয়েশিয়ার মানবসম্পদ বিষয়ক মন্ত্রী এম. কুলাসেগারানকে উদ্ধৃত করে মালয় মেইল খবরটি জানিয়েছে। কুলাসেগারান দাবি করেন, গত বছরের আগস্ট থেকে কোম্পানিটির বিরুদ্ধে তদন্ত করছে মালয়েশীয় সরকার। গত ডিসেম্বরে প্রভাবশালী ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক অনুসন্ধান থেকে জানা যায়, ডব্লিউআরপি নামক প্রতিষ্ঠানের কারখানায় কাজ করা বাংলাদেশি কর্মীদের বাধ্যতামূলক ওভারটাইম করানোর পাশাপাশি জোরপূর্বক শ্রমদানে বাধ্য করা হচ্ছে।

ই-বার্তা/ মাহারুশ হাসান