ফিলিস্তিনিরা জেরুজালেমে তাদের অধিকার ছাড়বেন নাঃ ইসমাইল হানিয়া

ই-বার্তা।।  গাজা উপত্যকায় ইসরাইলি সীমান্তে চলমান বিক্ষোভের মধ্য দিয়ে ফিলিস্তিনিরা নিজেদের ভিটেমাটিতে ফিরে আসতে শুরু করবেন বলে জানিয়েছেন হামাস আন্দোলনের রাজনৈতিক শাখার নেতা ইসমাইল হানিয়া।

আজ আমরা সেই ঘোষণা দিতে জমায়েত হয়েছি। আমরা ডোনাল্ড ট্রাম্পকে জানিয়ে দিতে চাই- ফিলিস্তিনিরা জেরুজালেমে তাদের অধিকার ছাড়বেন না।

তিনি বলেন, নিজ ভূমিতে ফিরে আসার অধিকার কেবল স্লোগান হিসেবেই থাকছে না। আমরা তা বাস্তবায়ন করতে যাচ্ছি।

তিনি এমন একসময় এ বক্তব্য দিয়েছেন, যখন সীমান্তে ইসরাইলি সেনাদের গুলিতে ১৬ নিরপরাধ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

তিনি বলেন, ফিলিস্তিনিরা বায়তুল মুকাদ্দাস ও নিজ ভূমিতে প্রত্যাবর্তনের অধিকার আদায়ের বিষয়ে ঐক্যবদ্ধ। এখন সেই অধিকার বাস্তবায়নে সব ধরনের পন্থা অবলম্বন করা হবে।

ফিলিস্তিনিদের তাদের ঘরবাড়ি থেকে বের করে দিয়ে আজকের ইহুদিবাদী ইসরাইল প্রতিষ্ঠিত হয়েছে।

যাদের ঘরবাড়ি কেড়ে নেয়া হয়েছে, তারা আজও বংশ পরম্পরায় বিশ্বের বিভিন্ন দেশে শরণার্থী হিসেবে জীবনযাপন করছেন।

সুত্রঃ  আলজাজিরা।