বন্যার্তদের সহযোগিতায় এগিয়ে আসুন: রেলমন্ত্রী

ই- বার্তা ডেস্ক।।   রেলমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন বন্যার্ত মানুষের সার্বিক সহযোগিতায় সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ।

তিনি বলেন, প্রবল বন্যায় উত্তরাঞ্চলের কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাটসহ বেশ কিছু জেলার মানুষ চরমভাবে দিনাতিপাত করছেন।

আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকা আয়োজিত বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে রেলমন্ত্রী এসব কথা বলেন।এমন্ত্রী বলেন, অধিকংশ এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ায় দুর্ভোগ প্রকট আকার ধারণ করেছে। সরকার যথেষ্ট ত্রাণসামগ্রী বিতরণ করছে। কিন্তু এর পাশাপাশি সমাজের বিত্তবান মানুষের বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসা উচিত।

‘আমরা সবাই বানভাসি অসহায় মানুষের প্রতি একটু মানবিক হলে এই আপৎকালীন তারা খেয়েপরে বেঁচে থাকতে পারবে।’

রেলমন্ত্রী আরও বলেন, উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলা প্রতি বছরই বন্যায় আক্রান্ত হয়। এবারও হয়েছে। আমরা পত্রপত্রিকা ও টেলিভিশনে দেখেছি, সেখানকার মানুষের করুণ অবস্থা।

‘সরকারের পাশাপাশি আওয়ামী লীগের কয়েকটি টিম বন্যাকবলিত এলাকায় গিয়ে ত্রাণ বিতরণ করছেন। প্রধানমন্ত্রী বিদেশে অবস্থান করলেও বন্যার্তদের সার্বিক খোঁজখবর নিচ্ছেন। সমাজের সবস্তরের মানুষকেও তিনি এই বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।’

রংপুর সাংবাদিক সমিতি, ঢাকার ভারপ্রাপ্ত সভাপতি ফিরোজ চৌধুরীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইলিয়াস হোসেন, রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকার সহসভাপতি এমজে ইসলাম, সিনিয়র সাংবাদিক অমিয় ঘটক পুলক, নজমুল হক সরকার, মশিউর রহমান, গাউসুল আজম বিপু, মেহেদী হাসান, মোকছুদার রহমান, রংপুর বিভাগ সাংবাদিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাকসুদ উন নবী, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম প্লাবন, অর্থ সম্পাদক দেলোয়ার হোসেন, কার্যনির্বাহী সদস্য উজ্জ্বল হোসেন জিসান প্রমুখ।