বরগুনায় ঘটনায় জড়িত কেউ রক্ষা পাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ই- বার্তা ডেস্ক।।   বরগুনায় দিনে-দুপুরে স্ত্রীর সামনে স্বামীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনাটি দুঃখজনক উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন যে, এ ঘটনায় জড়িত কেউ রক্ষা পাবে না। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বরগুনায় ঘটনায় সব আসামিকে যত দ্রুত সম্ভব গ্রেফতার করা হবে। ইতিপূর্ব মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যাসহ যতগুলো চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে সব ঘটনায় জড়িতরা গ্রেফতার হয়েছে। সবাইকে আইনের আওতায় আনা হয়েছে, কেউ রক্ষা পাবে না।

আজ বৃহস্পতিবার চট্টগ্রামে বাংলাদেশ উইমেন পুলিশ অ্যাওয়ার্ড ২০১৯ এ প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

 আসাদুজ্জামান খান কামাল বলেন, আগামী দিনে যারা নেতৃত্ব দেবে সেই যুব সমাজকে বাঁচাতে দেশকে জঙ্গি ও মাদকমুক্ত করার কাজ করছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দুটি বিষয়ে জিরো টলারেন্স ঘোষণা করেছেন।

তিনি বলেন, পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনী ইতিমধ্যে জঙ্গি দমনে সফলতা দেখিয়েছে। মাদকমুক্ত দেশগড়ার চ্যালেঞ্জেও তারা জিতবে। এটা আমাদের বিশ্বাস।

ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম