‘বিশেষ ক্ষমতাসম্পন্ন’ মিসাইল উৎক্ষেপণ করলো ভারত

ই-বার্তা ডেস্ক।।  নিজেদের সামরিক ক্ষমতার জানান দিতে ভারতীয় নৌ বাহিনী এমআরএসএএম (মিডিয়াম রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল) এর সফল পরীক্ষায় চালিয়েছে।  এই পরীক্ষার সঙ্গে সঙ্গেই ভারতের বিশেষ ক্ষমতাধর দের তালিকায় যুক্ত হয়ে গেল।   

জানা যায়, ৭০ কিলোমিটারের মধ্যে শত্রুপক্ষের যে কোন মিসাইল, যুদ্ধবিমান, হেলিকপ্টার, ড্রোন, বিমানকে গুঁড়িয়ে ফেলতে পারে এই মিসাইল।  শূন্যে একসঙ্গে একাধিক শত্রুর ওপর ৩৬০ ডিগ্রিতে প্রত্যাঘাত করতে সক্ষম এই মিসাইল।

ভারতীয় নৌ বাহিনীর জাহাজ আইএনএস কোচি এবং আইএনএস চেন্নাই এই পরীক্ষা করে।  শূন্যে থাকা বিভিন্ন টার্গেট স্থির করে তাদের আঘাত করা হয় এবং সেগুলো নষ্ট করে দিতে সফল হয় এই মিসাইল।

ভারত ডায়নামিক্স লিমিটেড এমআরএসএএম তৈরি করে।  অদূর ভবিষ্যতে এই মিসাইল ভারতীয় সেনার শক্তি যে বহুগুণ বাড়িয়ে তুলবে তেমনটাই মনে করা হচ্ছে।

তবে এমআরএসএএমের বর্তমান সংস্করণ ভারতীয় বিমান বাহিনী এবং নৌ বাহিনীতে রয়েছে। ডিআরডিও এই প্রজেক্টের জন্য ইসরায়েল এয়ারোস্পেস ইন্ডাস্ট্রিজের সঙ্গে ১৭ হাজার কোটি টাকার চুক্তি করেছে বলে জানা গেছে।  এর জন্য ৪০ লঞ্চার্স এবং ২০০ মিসাইল তৈরি করা হবে।

ই-বার্তা/সালাউদ্দিন সাজু