বৃষ্টি মাথায় পঞ্চম দিনের মতো শাহবাগে শিক্ষার্থীরা

ই-বার্তা।। গত রবিবার রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় পঞ্চম দিনেও বৃষ্টি মাথায় নিয়ে রাস্তায় নেমে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীর শাহবাগে শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করেন। হাতে হাত বেঁধে গোল হয়ে দাঁড়িয়ে শাহবাগ মোড়ে যান চলাচল বন্ধ করে দেন তারা। ধীরে ধীরে ছাতা হাতে জমায়েত বাড়তে থাকে। চলতে থাকে স্লোগান।

 

মুন্সী আবদুর রউফ রাইফেলস কলেজ, বদরুন্নেসা কলেজ, নটর ডেম কলেজ, ক্যামব্রিয়ান কলেজের পোশাক পরা শিক্ষার্থীদের দেখা যায় শাহবাগে।বেলা সাড়ে ১১টার দিকে মাইক নিয়ে আসেন আন্দোলনকারীরা। সেখানে ঘোষণা দেওয়া হয়- ‘আমরা সিঙ্গেল লাইনে গাড়িগুলো ছাড়ব। গাড়ির লাইসেন্স থাকলে তার পর যেতে দেব।’শাহবাগে পুলিশের সহকারী কমিশনার শাহেদ বলেন, শিক্ষার্থীরা মাঝখানে বসে সমাবেশ করছেন। চার থেকে পাঁচশর মতো শিক্ষার্থী জড়ো হয়ে বিক্ষোভ ও সমাবেশ করছেন। এতে যান চলাচল বন্ধ রয়েছে।

 

তারা আমাদের সার্জেন্টদের সঙ্গে নিয়ে গাড়ির কাগজপত্রও পরীক্ষা করছেন বলে জানান তিনি।গত রোববার দুপুরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনের বিমানবন্দর সড়কে বাসচাপায় শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম ও একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম ওরফে মীম নিহত হন। বাসচাপায় আহত হন আরও ১৩ জন।