বেশি দামে গরুর গোশত বিক্রি করায় ৬ ব্যবসায়ীকে জরিমানা

ই- বার্তা ডেস্ক।।   জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সিটি করর্পোরেশনের নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গরুর মাংস বিক্রি ও মূল্যতালিকা না থাকায় ছয় মাংস ব্যবসায়ীকে ৩২ হাজার টাকা জরিমানা করেছে।

আজ রাজধানীর আদাবরে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

 অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক শাহনাজ সুলতানা, ফাহমিনা আক্তার অভিযান পরিচালনা করেন। আর অভিযানে সার্বিক সহযোগিতা করেন আদাবর থানা পুলিশের সদস্যরা।

সূত্র থেকে জানা গেছে, জরিমানা করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে নান্নুর মাংসের দোকানকে পাঁচ হাজার টাকা, বিসমিল্লাহ গোশত বিতানকে পাঁচ হাজার, বিসমিল্লাহ গোশত বিতান টু-কে ১০ হাজার টাকা, শামীম মাংস বিতানকে পাঁচ হাজার, ফারুক মাংস বিতানকে দুই হাজার, শাহ আলম মাংস বিতানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া শরিফ বিরিয়ানিকে ১০ হাজার এবং নিউ আলামিন হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম