বৈশ্বিক সন্ত্রাস সূচকে এগিয়েছে বাংলাদেশ

ই-বার্তা ডেস্ক।।  ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিসের (আইইপি) তৈরি করা বৈশ্বিক সন্ত্রাস সূচক অনুযায়ী উন্নতি করেছে বাংলাদেশ।   

আর্ন্তজাতিক গবেষণা প্রতিষ্ঠান আইইপির তথ্য অনুযায়ী, বাংলাদেশ গত বছরের থেকে ৪ ধাপ এগিয়ে ১৬৩ দেশের মধ্যে ২৫তম স্থান অর্জন করেছে।  গত বছর ৬  দশমিক ১৮১ পয়েন্ট নিয়ে ২১তম স্থানে ছিল বাংলাদেশ।  এবার বাংলাদেশের পয়েন্ট ৫ দশমিক ৬৯৭।

প্রকাশিত সূচক অনুযায়ী, এবার দক্ষিণ এশিয়ার চার দেশে সন্ত্রাসী হামলা কমেছে এবং নিরাপত্তায় উন্নতি দেখিয়েছে।  দেশগুলো-বাংলাদেশ, ভুটান, নেপাল ও শ্রীলংকা। 

এ প্রতিবেদনে বলা হয়, ২০১৮ সালে এশিয়ার মধ্যে মিয়ানমার ও ফিলিপাইনে সন্ত্রাসের কারণে সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন। 

২০১৮ সালে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সবচেয়ে ভয়ংকর তিনটি সন্ত্রাসী সংগঠন ছিল নিউ পিপলস আর্মি, আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা), এবং আবু সায়াফ গ্রুপ।

ই-বার্তা/ মোঃ সালাউদ্দিন সাজু