ভারতে ষাড়ের লড়াই দেখতে গিয়ে দুই দর্শকের মৃত্যু

ই-বার্তা ডেস্ক।।    রোববার (২০ জানুয়ারি) ভারতের তিরুচিরাপল্লীর ভাইরালিমালাইতে ষাঁড়ের লড়াইয়ে দুই দর্শক নিহত হয়েছেন। এছাড়া ষাঁড়ের হামলায় আহত হয়েছেন অন্তত আরও ৩১ জন।

এদিকে, প্রতিযোগিতাটিতে বিশ্বের সর্বোচ্চ সংখ্যক- এক হাজার ৩৫৩টি ষাঁড় অংশ নেওয়ায় গিনেস বুকে জায়গা করে নিয়েছে তামিলনাড়ুর ঐতিহ্যবাহী এ ষাঁড় লড়াই।

লড়াইয়ের একপর্যায়ে একটি ষাঁড় দর্শকদের দিকে ঢুকে পড়ে এবং সে তার হিংস্র শিং দ্রুত গতিতে পরিচালনা করে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম ।

রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ অনুষ্ঠান চলার কথা থাকলেও এ ঘটনার পর তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ইদাপ্পাদি কে পালানিস্বামী অনুষ্ঠানটি স্থগিত করে দেন।

ই-বার্তা/ মাহারুশ হাসান