ভেনিজুয়েলায় ত্রাণ পাঠানো লোক দেখানো

ই-বার্তা ডেস্ক।।   ভেনেজুয়েলায় আন্তর্জাতিক মানবিক সহায়তার লক্ষ্য লোক দেখানো দাবি করে দেশটির বামপন্থী আলোচিত নেতারা বলেছেন, ভেনেজুয়েলার অসুস্থ, ক্ষুধার্ত এবং হতাশাগ্রস্ত মানুষের কাছে আন্তর্জাতিক সহায়তা পৌঁছতে দেওয়া হবে না।

দেশটির সামজতান্ত্রিক দলের সংসদ সদস্য গেরারদো বারেরা এবং উইলিয়াম পারাদা দাবি করেছেন, দেশে কলম্বিয়া সীমান্ত দিয়ে কয়েক টন খাদ্য এবং ওষুধ সরবরাহ করার চেষ্টা করা হচ্ছে, এটা প্রচারের অপচেষ্টা ছাড়া কিছুই নয়। এছাড়া এটিকে হস্তক্ষেপের একটি প্রক্রিয়াও বলা যেতে পারে।

তাদের মধ্যে এক রাজনীতিবিদ বলেন, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ভেনেজুয়েলান ইউনাইটেড সোস্যালিস্ট পার্টির (পিএসইউভি) স্থানীয় প্রতিনিধিরা চলমান রাজনৈতি সংকটকে ‘সমাজতন্ত্র ও পুঁজিবাদের মধ্যে যুদ্ধ’ বলে বর্ণনা করেছেন।

এদিকে, ভেনেজুয়েলায় আন্তর্জাতিক মানবিক ত্রাণ সহায়তা আনা হবে বলে জানিয়েছেন নিজেকে দেশের ‘অন্তবর্তী প্রেসিডেন্ট’ দাবি করা বিরোধী নেতা হুয়ান গুইদো।

ই-বার্তা/ মাহারুশ হাসান