মার্কিন সামরিক বাহিনীর নাম পরিবর্তন

ই-বার্তা।।  যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বুধবার তাদের ‘প্যাসিফিক কমান্ড’ শাখাটির নাম পরিবর্তন করে ‘ইউএস ইন্দো-প্যাসিফিক কমান্ড’ রেকেছে। এই অঞ্চল পেন্টাগনের কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠায় এমন নামকরণ করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

প্রশান্ত মহাসাগরীয় এলাকায় যুক্তরাষ্ট্রে সব ধরনের সামরিক কার্যক্রম নিয়ন্ত্রণ করে প্যাসিফিক কমান্ড। পুরো দায়িত্ব দেখভাল করার জন্য মোট তিন লাখ ৭৫ হাজার জন নিয়োগপ্রাপ্ত কর্মী আছেন।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস এক বিবৃতিতে বলেন, ‘প্রশান্ত ও ভারত মহাসাগরীয় অঞ্চলে আমাদের সহযোগী ও অংশীদারদের সম্পর্ক এই অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করেছে।’

সূত্র: এনডিটিভি