‘মা’ নেই ভরসা এখন ‘দিদি’

ই-বার্তা।।  জুলাই মাসের ২০ তারিখ মুক্তি পাবে জাহ্নবী কাপুরের ডেবিউ মুভি ‘ধড়ক’৷ ছবির পোস্টার ছাডা় এখনও কোন আপডেট প্রকাশ্যে আসেনি৷ তবে জাহ্নবীর ডেবিউ নিয়ে কাপুর পরিবার যথেষ্ট চিন্তাভাবনা রয়েছে তা বলাই বাহুল্য৷

ফিল্মি পরিবার বলেই গাইডেন্সের তেমন কোনও অভাববোধ করেননি জাহ্নবী৷ বাবা ফিল্মমেকার কাম প্রডিউসার৷ দাদা অর্জুন অভিনেতা৷ তাছাড়া শ্রীদেবীও তাঁকে একটু একটু করে বলিউডের জন্য গড়ে তুলেছিলেন৷ শ্রীদেবীর প্রয়ানের পর, জাহ্নবী মা-হারা হয়েছেন ঠিকই তবে ফ্যাশানিস্তা দিদি সোনম থাকতে কোনও টেনশনই করতে হবে না জাহ্নবীকে৷

ইতিমধ্যেই ডেবিউডেন্ট বোনকে বেশ কিছু গুরুত্বপূর্ণ টিপস দিয়েছেন সোনম৷ অ্যাডভাইসগুলো অবশ্য খানিকটা শ্রীদেবীর থেকেই পাওয়া বলে জানিয়েছেন নববধূ৷

সম্প্রতি একটি সাক্ষাৎকারে সোনম জানালেন তিনি জাহ্নবীকে কী কী টিপস দিয়েছেন৷ “আমি যখন এই ইন্ডাস্ট্রিতে নিজের জার্নি শুরু করি, তখন আমাকে অনেকেই সাহায্য করেছিল৷ ইনফ্যাক্ট জাহ্নবীর মাও সেই সময় আমায় বেশ গুরুত্বপূর্ণ কয়েকটি অ্যাডভাইস দিয়েছিলেন, যা আমি আজও মেনে চলি৷ তারই মধ্যে একটা হল মেক-আপের ব্যাপারে৷

এখনও মনে পড়ে, প্রথমদিকে আমি যখন ওঁনার বাড়ি যেতাম, কত কথা হতো এসব নিয়ে৷ আর আমি নিশ্চিত এই উপদেশ গুলি উনি যেমন আমায় দিয়েছিলেন, তেমন জাহ্নবীকেও দিয়েছেন৷”  

এরপরই রিভিল করলেন বোনকে দেওয়া নিজের বিশেষ টিপস, “যাই হোক, আমি শুধু জাহ্নবী বলে রেখেছি, যে ওর আচার-আচরণ একদম প্রোফেশনাল হওয়া দরকার৷ বাকিদের সময় এবং নিজের সময়ের সমানভাবে দাম দিতে হবে৷ যদিও এটা ও অলরেডি জানে, মেনটেনও করে৷

আরেকটা ইম্পরটেন্ট জিনিস যেটা ওকে বলেছি সেটা হল, এখানে অনেক সমালোচক প্রতি পদক্ষেপে ওর রাস্তায় এসে দাঁড়াবে৷ যাঁরা ওকে ক্রমাগত টার্গেট করবে, ডিমোটিভেট করার চেষ্টা করবে, কিন্তু ভেঙে পড়লে চলবে না, শুধু চুপচাপ মাথা নীচু করে নিজের কাজ করে যেতে হবে৷”

সোনম এখন ব্যস্ত তাঁর আসন্ন মহিলাকেন্দ্রিক ফিল্ম ‘বীরে দি ওয়েডিং’ নিয়ে৷ ছবিটি মুক্তি পাবে ১ জুন৷ সিনেমায় মুখ্য চরিত্রে রয়েছেন করিনা কাপুর খান, স্বরা ভাস্কর, শিখা তালসানিয়া সহ অনেকে৷

চার বান্ধবীর জীবনের কাহিনি নিয়ে ছবির গল্প৷ করিনা অভিনয় করেছেন কালিন্দি পুরীর চরিত্রে৷ যার বিয়েকে কেন্দ্র করে মাথা চারা দিয়ে উঠবে নানান সমস্যা৷ অন্যদিকে জাহ্নবী এবং ইশানের ‘ধড়ক’ ছবিটি প্রেমের গল্প৷ তবে একদম অন্যরকম৷ ড্রামা-রোম্যান্স থেকে থ্রিলার-ট্র্যাজেডিতে সবের মিশেলে তৈরি এ ছবির চিত্রনাট্য৷