মুনাফা ছাড়া পেঁয়াজ বিক্রির আহ্বান মেয়র খোকনের

ই- বার্তা ডেস্ক।। পেঁয়াজের দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। তাই সামাজিক দায়বদ্ধতা থেকে আগামী দুই সপ্তাহ মুনাফা ছাড়া পেঁয়াজ বিক্রির আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

ব্যবসায়ী নেতৃবৃন্দের প্রতি এ আহ্বান জানিয়ে মেয়র বলেন, ‘সামাজিক দায়বদ্ধতা থেকে আগামী দুই সপ্তাহ যে দামে পেঁয়াজ কিনেছেন সেই দামে বিক্রি করেন।’

সোমবার (১৮ নভেম্বর) দুপুরে নগর ভবন চত্বরে ডিএসসিসি’র মালিকানাধীন মার্কেট ফেডারেশন প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন মেয়র।

ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মোহাম্মদ ইমদাদুল হকের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সরদার প্রমুখ।

মেয়র বলেন, ‘পেঁয়াজের দাম আমাদের নাগালের বাইরে চলে গেছে। তাই পেঁয়াজ থেকে যে দুই চার টাকা মুনাফা আসে সেটি অন্য পণ্য থেকে যেমন- লবণ, চিনি, ওষুধ থেকে করুন। তবুও পেঁয়াজ থেকে মুনাফা না নিয়ে কেনা দামেই বিক্রি করুন।’