মুন্সীগঞ্জে ফেসবুকে প্রধানমন্ত্রীর বিকৃত ছবি শেয়ার করায় আটক ১

ই- বার্তা ডেস্ক।।   মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ছবি বিকৃত করা একটি পোস্ট শেয়ার করায় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

আজ শুক্রবার সকালে তাকে আটক করা হয়।

আটক ব্যাক্তির নাম আলাউদ্দিন (৪০)।  আলাউদ্দিন উপজেলার ভবেরচর ইউনিয়নের কলেজ রোড এলাকার নূর মোহাম্মদের ছেলে।

‘বিডি নিউজ’ (BD News) নামে একটি আইডি থেকে গত ১৩ জুলাই ফেসবুকে ছবিটি পোস্ট করা হয়। আলাউদ্দিন বৃহস্পতিবার তার ফেসবুক আইডি থেকে তা শেয়ার করেন।

আলাউদ্দিনের ফেসবুক আইডিতে দেখা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিকৃত করা ছবির পোস্টটি শেয়ার করার পরপরই অনেকেই তাকে পোস্টটি ডিলিট করতে বলেন। কিন্তু তিনি ডিলেট করেননি। তাছাড়া তিনি বিভিন্ন সময় তার ফেসবুকে ধর্মীয়সহ রাজনৈতিক উসকানিমূলক পোস্ট শেয়ার করেছেন।

এই বিষয়ে গজারিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আলাউদ্দিন থানা হেফাজতে রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।