মুলারের রেকর্ড ভাঙলেন মেসি

ই-বার্তা ।। রেকর্ড নিয়ে চিন্তা তিনি করেন না, বরং রেকর্ডই যেন ছুটে লিওনেল মেসির পেছনে। রবিবার রাতের ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে নতুন করে আরেকটি রেকর্ড স্পর্শ করলেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর।

এক ক্লাবের হয়ে সর্বোচ্চ ৫২৫ গোলের রেকর্ডটা এতোদিন ধরে রেখেছিলেন জার্মানির জার্ড মুলার। ১৯৬৫ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত বায়ার্ন মিউনিখের হয়ে ৫৭২ ম্যাচ খেলে এই রেকর্ড গড়েছিলেন তিনি। মুলারের সেই রেকর্ডটা এবার ছুঁয়ে ফেললেন মেসি।

তবে মুলারকে ধরতে মেসি খেলেছেন ৬০৫ ম্যাচ। মেসির এটি চলতি মৌসুমে লা লিগায় চতুর্দশ ও সব মিলিয়ে অষ্টাদশ গোল। চলতি বছর এ পর্যন্ত ৪৯ গোল করেছেন মেসি। মেসি ইতোমধ্যে বার্সার হয়ে সর্বোচ্চ গোল করার রেকর্ড ভেঙেছেন