মেসির হ্যাট্টিকে বড় জয় বার্সার

ই-বার্তা ডেস্ক।।  বার্সেলোনা-সেভিয়া মুখোমুখি লড়াইয়ে সব সময় একটা আলাদা উত্তেজনা বিরাজ করে।গতকালকের ম্যাচের শুরুতেও একটা জমজমাট লড়াইয়ের আভাস দিচ্ছিলো সেভিয়া।  কিন্তু ম্যাচের পুরো স্পটলাইট নিজের দিকে টেনে নেন আর্জেন্টাইন সুপারস্টার মেসি।  তার হ্যাট্টিকে সেভিয়াকে ৪-২ গোলে হারিয়েছে বার্সেলোনা। 

সেভিয়ার ঘরের মাঠে শুরুতে অগোছালো ফুটবল খেলতে থাকে বার্সেলোনা।  সেই সুযোগ কাজে লাগিয়ে বেশ কয়েকবার বার্সেলোনার রক্ষনে হানা দেয় তারা।  ধীরে ধীরে ম্যাচে ফিরে মাঝ মাঠের দখল নিয়ে একের পর এক আক্রমণ করতে থাকে মেসি-কুতিনহোরা। কিন্তু গোল মুখ খুলতে ব্যর্থ হয় তারা।  উল্টো ম্যাচের ২৩ মিনিটে পালটা আক্রমণে সেভিয়া অধিনায়ক নাভাস দারুন এক গোল করলে ১-০ গোলে পিছিয়ে পরে বার্সা।  অবশ্য এগিয়ে যাওয়ার আনন্দ বেশিক্ষণ ধরে রাখতে পারেনি সেভিয়া। ২৬ মিনিটে রাকটিচের বাড়ানো বলে চোখ ধাধানো এক গোলে দলকে সমতায় ফেরান মেসি।  এরপর মেসির নেতৃত্বে থাকা বার্সেলোনার আক্রমণ ভাগের আক্রমণ সামলাতে হিমশিম খেতে থাকে সেভিয়া রক্ষন ভাগ।  কিন্তু লক্ষ্যভেদ করতে পারেনি তারা।  সেই সুযোগে ৪২ মিনিটে পাবলো সারাবিয়োর এসিস্ট থেকে সেভিয়াকে ২-১ গোলে এগিয়ে নেন লেফট ব্যাক গ্যাব্রিয়েল মার্কাদো।  ফলে ২-১ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় মেসি বাহীনি।   

পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণের ধার বাড়িয়ে দেয় বার্সেলোনা।  সেই ধারাবাহিকতায় ভিদালের বদলি হিসেবে নামা ডেম্বেলের সহযোগিতায় ৬৩ মিনিটে আবারও দলকে সমতায় ফেরান লিওনেল মেসি।  ম্যাচ জিততে মরিয়া বার্সেলোনা কোচ কৌশল পরিবর্তন করে কুতিনহোর পরিবর্তে কার্লোস এলিনাকে মাঠে নামান।  এলিনা-মেসি-ডেম্বেলের একের পর এক আক্রমণে দিশেহারা হয়ে পরে সেভিয়ার রক্ষন।  ম্যাচের ৮৩ মিনিটে এলিনার নেওয়া দুরপাল্লার শট রুখে দিলেও সম্পুর্ণ ক্লিয়ার করতে ব্যর্থ হয় তারা।  সেই সুযোগে নিজের এবং দলের তৃতীয় গোল করে কাতালান ক্লাবটিকে এগিয়ে নেন ক্ষুদেযাদুকর মেসি।  এরই সাথে মেসি পুর্ণ করেন নিজের ৫০ তম হ্যাট্টিক।  পরে মেসির বাড়ানো বল থেকে যোগ করা সময়ের শেষ মিনিটে লুইস সুয়ারেজ গোল করলে ৪-২ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ভালভার্দের দল।

এই জয়ে ২৫ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকলো বার্সেলোনা। 

ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু