মোদীর জয় চান ইমরান খান!

ই-বার্তা ডেস্ক।।  পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ভারতে জাতীয় নির্বাচনে মোদীর দল বিজেপি যেন জিতে যায় সেই আশা করছেন। তিনি বলেন, কাশ্মীর সংকট নিরসন করার জন্য বিজেপি নির্বাচনে জিতলেই ভাল হবে।

ইমরান খান বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচনের আগে জনপ্রিয়তা পাওয়ার জন্যই পাকিস্তানে বিমান হামলা চালিয়েছিলেন।

বিবিসির জন সিম্পসনকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন ইমরান খান। তিনি মনে করেন, পারমাণবিক শক্তিধর এই দুই প্রতিবেশীর মধ্যে যে মতভেদ আছে তা শুধু সংলাপের মাধ্যমেই মীমাংসা হতে পারে।

তিনি আরো বলেন, ভারত যদি পাকিস্তানকে আক্রমণ করে তাহলে পাকিস্তানের পাল্টা জবাব দেওয়া ছাড়া কোন উপায় থাকে না।

উল্লেখ্য, কাশ্মীরের পুলওয়ামায় ভারতীয় নিরাপত্তা বাহিনীর ওপর জৈশ-ই-মোহাম্মদ হামলা চালায়। এরপর ভারত পাকিস্তানের ভেতরে বিমান হামলা চালিয়ে জঙ্গি ঘাঁটি ধ্বংসের দাবি করে। অন্য দিকে পাকিস্তান একটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করে। এতে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধাবস্থা তৈরি হয়।