যুক্তরাষ্ট্রকে উপসাগর থেকে দূরে থাকার হুঁশিয়ারি হাসান রুহানির

ই-বার্তা ডেস্ক।।  যুক্তরাষ্ট্র পারস্য উপকূলে সেনা মোতায়েন করার হুমকি দেয়ার পর পাল্টা হুঁশিয়ারি দিয়ে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি পারস্য উপসাগর থেকে মার্কিন শক্তিকে দূরে থাকার কথা জানিয়েছেন।  

পারস্য উপসাগরে বহিশক্তি সবসময়ই দুর্ভোগ ডেকে এনেছে উল্লেখ করে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের অস্ত্রের প্রতিযোগীতা বন্ধ করা উচিত। তাদের সেনারা ইরানের সীমান্তে ঘাঁটি গড়ে আমাদের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে।’

গত ১৪ সেপ্টেম্বর সৌদি আরবের দুটি তেল শোধনাগারে ড্রোন হামলাকে কেন্দ্র করে ইরানকে দায়ী করে আসছে সৌদি ও যুক্তরাষ্ট্র। এ ঘটনার পর থেকেই সৌদি আরবে সৈন্য পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। অপরদিকে সৌদি তেলক্ষেত্রে ড্রোন হামলার কথা বরাবরই অস্বীকার করে আসছে ইরান সরকার। 

এর আগে ইরানের পারমাণবিক শক্তি নিয়ে পরীক্ষা-নিরীক্ষাকে কেন্দ্র করে বছরের শুরু থেকেই মার্কিন-ইরান সম্পর্ক বৈরী রূপ নেয়। পারমাণবিক শক্তিসক্রান্ত একটি চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেদের নাম প্রত্যাহার করে নিলে দু’দেশের সম্পর্কে অবনতি শুরু হয়। 

সমস্যার সমাধানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে আলোচনায় বসবেন বলে জানিয়েছেন হাসান রুহানি। এছাড়া আসন্ন জাতিসংঘের সাধারণ পরিষদে উপসাগরীয় শান্তি চুক্তির জন্য নতুন কিছু প্রস্তাবনা উত্থাপন করতে যাচ্ছেন বলে জানান দেশটির প্রেসিডেন্ট। 

যুক্তরাষ্ট্র ও সৌদি সরকারের উদ্দেশ্যে রুহানি বলেন, ‘বাইরের শক্তি অতীতে পারস্যে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছে। তারা যদি সচেতন হয়ে থাকে, তবে উপসাগরে কখনোই আর অস্ত্র-প্রতিযোগীতা শুরু করা উচিত নয়। তারা আমাদের অঞ্চল থেকে যত দূরে থাকবে, ততই আমাদের নিরাপত্তার জন্য মঙ্গল।’

সৌদি আরবের প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়ে রুহানি বলেন, ‘প্রতিবেশীদের বন্ধু বানাতে ইরান তাদের অতীতের সব ভুল ভুলে যেতে প্রস্তুত।’

ই-বার্তা/সালাউদ্দিন সাজু