যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টারে পৌঁছাল বাংলাদেশের প্রতিনিধি দল (ভিডিও)

 ই-বার্তা  ।। ঝকঝকে মহাকাশে  বাংলাদেশ সময় বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ১২ উড়াল দিতে যাচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট। ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগান বহন করে ফ্যালকন-৯ রকেটে চড়ে মধ্যরাতেই পাড়ি দেবে দেশের প্রথম কৃত্রিম এ উপগ্রহ। বাংলাদেশের প্রতিনিধি দল এই মাত্র যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস  সেন্টারে প্রবেশ করেছে।

 

ফ্লোরিডায় জন এফ কেনেডি স্পেস সেন্টারের পথে বাংলাদেশ প্রতিনিধি দলের সাথে বিশ্ব বাংলার যুক্তরাষ্ট্র প্রতিনিধি মোহাম্মদ হামিদ …………যুক্ত হয়েছেন সরাসরি

Posted by WorldBtv.com on Thursday, May 10, 2018

তারা হালিম গণমাধ্যমকে বলেন, নির্মাণ শেষে স্যাটেলাইটটি দেখতে আসার সময় নির্মাতা প্রতিষ্ঠান থ্যালেস অ্যালেনিয়া বলেছিল, স্যাটেলাইটের গায়ে কিছু লিখে সই করতে। আমি তাদের বলেছিলাম সই করার একমাত্র অধিকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার। কিন্তু ওরা আমাকে কিছু একটা লিখতে বলেছিল। ওই সময় আমি জাতির জনক বঙ্গবন্ধুর কথা স্মরণ করে এই স্লোগান হাতে লিখে দিই। ওই স্লোগান নিয়ে স্যাটেলাইটটি অরবিটে পাড়ি জমাবে।

 

যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টারের তথ্য অনুযায়ী, মহাকাশ অনুসন্ধান ও প্রযুক্তি কোম্পানি ‘স্পেসএক্স’ ফ্লোরিডার স্থানীয় সময় ১০ মে বিকেল ৪টা ১২ মিনিট থেকে ৬টা ২২ মিনিটের মধ্যে বঙ্গবন্ধু-১ এর উৎক্ষেপণ হবে। বাংলাদেশ সময় তখন বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ১২ মিনিট থেকে ৪টা ২২ মিনিট।

 

বঙ্গবন্ধ স্যাটেলাইট এর উৎক্ষেপণ উপলক্ষে তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ বাংলাদেশ সরকারের একটি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডো শহরে অবস্থান করছে।

 

 

ই-বার্তা/ ডেস্ক