যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত ৭১

ই-বার্তা ডেস্ক।।  নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ কাদুনার দুটি এলাকায় বন্দুকধারীদের গুলিতে কমপক্ষে ৬৬ জন নিহত হয়েছেন।  নির্বাচনকে সামনে রেখে ওই সহিংসতা।  শনিবার সকাল থেকে দেশটির প্রেসিডেন্ট ও সংসদীয় নির্বাচনের ভোটগ্রহণের কথা ছিল।

কিন্তু এই হামলার ঘটনার পর দেশটির জাতীয় নির্বাচন এক সপ্তাহের জন্য স্থগিত ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন।  সরকারি এক বিবৃতিতে শুক্রবার নিহতের সংবাদ নিশ্চিত করা হয়।  সরকারি ওই বিবৃতিতে জনানো হয়েছে, কাদুনা প্রদেশে নিরাপত্তা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। 

কাদুনা প্রদেশের সরকারি মুখপাত্র স্যামুলে আরুয়ান বলেন, নিরাপত্তা সংস্থাগুলি শুক্রবার প্রদেশের মারো গিদা ও কাজুরু এলাকায় গুলিতে নিহত ৬৬ জনের মরদেহ উদ্ধার করেছে।  হামলার পর স্থানীয়রা আতিঙ্কত হয়ে পড়েছেন।

এদিকে শুক্রবার দুপুরে যুক্তরাষ্ট্রের ইলিয়নস রাজ্যে এক বন্দুকধারীর গুলিতে একটি কারখানার ৫ শ্রমিক নিহত হয়েছে।  খবর পেয়ে পুলিশ গিয়ে গ্যারি মার্টিন (৪৫) নামে ওই বন্দুকধারীকে গুলি করে হত্যা করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।  

স্থানীয় সময় শুক্রবার বেলা দেড়টার দিকে হেনরি প্রাত কোম্পানিতে ওই গোলাগুলির ঘটনা ঘটে।  জন প্রোবস্ট নামে নামে প্রতিষ্ঠানটির এক কর্মচারী সাংবাদিকদের জানান, নিজের পিস্তল দিয়ে সহকর্মীদের নির্বিচারে গুলি করতে থাকে একই প্রতিষ্ঠানের ওই কর্মী।

ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু