রাজশাহীতে স্বাভাবিকভাবেই চলছে সব পরিবহন

ই-বার্তা ডেস্ক।। রাজশাহীতে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকসহ সব পরিবহন স্বাভাবিকভাবেই চলছে। তবে অন্য জেলা থেকে রাজশাহীতে গাড়ি প্রবেশ না করায় গাড়ির সংখ্যা কম।

বুধবার সকাল থেকে রাজশাহীর বিভিন্ন রুটে সীমিত সংখ্যক বাস চলছে।এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। সকালে মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন বলেন, শ্রমিকরা নিজে থেকেই নতুন আইন সংশোধনের দাবিতে গাড়ি নিয়ে বের হতে চাননি। পরে তাদের বের হতে আহ্বান জানালে তারা বেরিয়ে আসেন। তবে যাদের গাড়ির কাগজপত্র নেই তারা রাস্তায় বের হচ্ছেন না।

উত্তরের অনেক জেলায় ধর্মঘট চলতে থাকায় সেসব জেলার গাড়িও আসছে না। এসব কারণে গাড়ি কম চলছে সড়কে। ফলে যাত্রীদের চাপ সামলাতে গাড়িগুলো হিমসিম খাচ্ছে।