রাজশাহী বিভাগের ৮ জেলায় ২৯৯ জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত

ই- বার্তা ডেস্ক।।   রাজশাহী বিভাগের ৮ জেলায় এ পর্যন্ত ২৯৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নতুন করে আরও ১৯ জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন।

গতকাল মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত ২৪ ঘণ্টায় তারা ভর্তি হন। এ নিয়ে হাসপাতালে এখন ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্য্যা ৩৭ জন।

এই বিষয়ে রামেক হাসপাতালের উপ-পরিচালক সাইফুল ফেরদৌস জানান,মঙ্গলবার পর্যন্ত হাসপাতালে ৪২ জন রোগী চিকিৎসাধীন ছিলেন।বুধবার পর্যন্ত ভর্তি হন আরও ১৯ জন।তবে চিকিৎসা নিয়ে ফিরে গেছেন ২৩ জন। ফলে এখন চিকিৎসাধীন ৩৭ জন।

এ ছাড়া রাজশাহী বিভাগের ৮ জেলায় এ পর্যন্ত ২৯৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে বলেও জানান তিনি।