লোকমান জীবনে মদও খায়নি, জুয়াও খেলেনিঃ পাপন

ই-বার্তা ডেস্ক।।  ক্যাসিনো বাণিজ্য বন্ধের অভিযানে গ্রেফতার হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের ভারপ্রাপ্ত পরিচালক লোকমান হোসেন ভূঁইয়া। 

অবৈধভাবে টাকা উপার্জনের জন্যই তিনি মোহামেডান ক্লাবের কয়েকটি রুম ক্যাসিনোর জন্য ভাড়া দিয়েছিলেন। এমনটাই জানিয়েছে র‍্যাব। 

বাসা থেকে বেশ কয়েক বোতল অনুমোদনহীন বিদেশি মদসহ লোকমান ভুঁইয়া গ্রেফতার করে র‍্যাব। এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, আমি যে লোকমান হোসেনকে চিনতাম বা চিনি, সেই লোকমান মদ্যপানও করেন না, জুয়ার সঙ্গেও জড়িত নন।

তিনি আরও বলেন, ‘আমি যে লোকমানকে চিনি সে জীবনেও মদ খায়নি। কোনো দিন জুয়াও খেলেনি। এটা যেমন সত্যি, আবার এটাও সত্যি যে সে ক্যাসিনো ভাড়া দিয়েছে। এখানে অস্বীকার করার তো কোনো পথ নেই। সে যদি অপরাধ করে থাকে, তাহলে তার বিচার হবে। আমরা তাকে যেভাবে চিনি এবং জানি সেটাই বললাম।’ 

শুক্রবার নিজ বাসায় এসব কথা বলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। 

তিনি বলেন, ‘বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপরই ছেড়ে দেয়া উচিত। দেশে আইন আছে। তাদের ওপর আমাদের আস্থা আছে। তারা আগে দেখুক, বুঝুক। আসলে কে কি করেছে। যে দোষ করেছে তার শাস্তি হবে, এটি নিয়ে আমাদের কিছু বলার নেই।’

পাপ্বন লেন, ‘আমি মনে করি এখন যেহেতু এটি প্রক্রিয়াধীন আছে, তা কোন চরম মন্তব্য না করাই। যেমন ধরেন দুদক থেকে সম্পদের হিসেব তো অনেকের কাছেই যায়, যে কারো কাছেই যেতে পারে দুদক। এটার মানে এখনই বলা যাবে না যে সে অনৈতিক বা বেআইনি কোনো কাজ করেছে।’

ই-বার্তা/সালাউদ্দিন সাজু