শয্যাশায়ী অবস্থায় রিফাত চৌধুরী

ই-বার্তা ডেস্ক ।। ‘শয্যাশায়ী অবস্থায় আছি এখন। ডাক্তার আগামী বৃহস্পতিবার ঢাকা মেডিক্যালে আবার যেতে বলেছেন। হাতে প্লাস্টার করে দিয়েছেন, বৃস্পতিবার যাব। দুইদিন হাসপাতালে ভর্তি রাখবে। তারপর অপারেশন করবে। আমি জানি না, অপারেশনের শিডিউল কীভাবে দেয়া হয়। তবে শনিবার অপারেশন হতেও পারে।’

গত সোমবার বিকালে নগরীর শাহবাগে রিকসা যোগে যাচ্ছিলেন রিফাত চৌধুরী। এ সময় তাকে বহনকারী রিকশাকে পেছন থেকে ধাক্কা দেয় একটি বাস। এরপর স্থানীয়রা  এ অভিনেতাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এ প্রসঙ্গে রিফাত চৌধুরী বলেন, ‘হাসপাতালে নেয়ার পর হাতের এক্সরে করা হয়। তারপর দেখা যায় তিনটি জায়গায় ভেঙে গেছে। এখন অসম্ভব যন্ত্রণার মধ্যে আছি। বেশ ঝামেলার মধ্যেও পড়ে গেলাম। কারণ বেশ কিছু শুটিংয়ের শিডিউল দেয়া ছিল। সবকিছুই এলামেলো হয়ে গেল। আমার জন্য সবাই দোয়া করবেন।’

গতকাল রাতে হাসপাতাল থেকে এ অভিনেতাকে যাত্রাবাড়ির বাসায় নেওয়া হয়। বর্তমানে সেখানেই তিনি বিশ্রামে আছেন।চলতি মাসের ৩, ৭ ও ৯ তারিখে রিফাত চৌধুরীর শুটিংয়ের শিডিউল দেয়া ছিল। ইতোমধ্যে তা বাতিল করা হয়েছে বলে জানা গেছে। ‘বনমানুষ’, ‘বাইসাইকেল’, ‘৪২০’,  ‘ক্যারাম’, ‘মুড়ির টিন’সহ বেশ কিছু দর্শকপ্রিয় টেলিভিশন নাটকে অভিনয় করে প্রশংসিত হয়েছেন এই অভিনেতা।