শিশুর সৃষ্টিশীল মনকে নষ্ট করে অধিক চাপ: শিক্ষা উপমন্ত্রী

ই-বার্তা ডেস্ক।।   শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, কোমলমতি শিশুদের তাদের সাধ্যের বেশি কিছু করানো ঠিক নয়।  বেশি চাপ তাদের সৃষ্টিশীল মনকে নষ্ট করে দেয়।

শুক্রবার চট্টগ্রামে সরকারি নাসিরাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে মাইজভাণ্ডারী একাডেমি শিশু-কিশোর সমাবেশের যুগপূর্তি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নওফেল বলেন, শিক্ষার্থীরা ভালো স্কুলে না পড়লে, পরীক্ষায় ভালো না করলে তাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে-অভিভাবকদের এমন অমূলক বিশ্বাস থেকে বের হয়ে আসতে হবে।

তিনি আরো বলেন, শিশুদের মন অতি কোমল।  তাদের এই কোমল মন অধিক চাপ সহ্য করার ক্ষমতা রাখে না।  তাই বেশি চাপ প্রয়োগ করলে, বেশি প্রত্যাশা করলে তারা কিন্তু পথভ্রষ্ট হয়ে যাবে।

 অভিভাবকদের সতর্ক করে নওফেল বলেন, শিশুদেরকে বেশি চাপ দিলে তারা বিষণ্ণতায় ভুগবে।  আর এই বিষণ্ণতা থেকেই তৈরি হয় নানা ভীতিকর পরিস্থিতি।

উপমন্ত্রী আরও বলেন,  শিশুরা প্রাপ্তবয়স্ক হওয়ার আগে যদি লিখতে-পড়তে-গুনতে পারে, এই বেসিক দক্ষতাটা যদি থাকে তাহলেই কিন্তু তার জীবন নিজেই সাজিয়ে নিতে পারবে।

ই-বার্তা/ শফিকুল ইসলাম