শুক্রবার খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির বিক্ষোভ

ই-বার্তা ডেস্ক ।।  বিএনপি আগামী শুক্রবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সব মামলা প্রত্যাহার, নিঃশর্ত মুক্তি ও তার প্রতি সরকারের অমানবিক আচরণের প্রতিবাদে  রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে ।

 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার নয়াপল্টনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন । তিনি অভিযোগ করে বলেন, সরকার আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে  গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।প্রধানমুন্ত্রী শেখ হাসিনা বিএনপিকে বিপর্যস্ত করতে ষড়যন্ত্রের পথে হাঁটছেন ।মির্জা ফখরুল বলেন ষড়যন্ত্র বাস্তবায়ন করতে নির্বাচন কমিশনকে ব্যবহার করা হবে। তিনি আরও বলেন, এরই অংশ হিসেবে সরকারের বিভিন্ন সংস্থার মাধ্যমে বিএনপির দলীয় গঠনতন্ত্র এবং নির্বাচন কমিশনের আরপিও সংক্রান্ত কিছু উদ্দেশ্যপূর্ণ প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে।

 

এই সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন,  জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ উপস্থিত ছিলেন।

 

 

ই-বার্তা / ডেস্ক