সংরক্ষিত নারী আসনে তফসিল ১৭ ফেব্রুয়ারি

ই-বার্তা ডেস্ক ।।  আগামী ১৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদে ৫০ সংরক্ষিত নারী আসনে জনপ্রতিনিধি নির্বাচনে তফসিল ঘোষণা হবে।

এবার উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে পাঁচ ধাপে । মার্চের প্রথম সপ্তাহ থেকে বিভাগভিত্তিক ভোট নেয়া হবে। আট বিভাগে চার ধাপে এবং অবশিষ্টগুলোর মেয়াদ শেষ হলে একসঙ্গে ভোট হবে।

গতকাল সোমবার বিকালে কমিশনের ৪২তম এ সভা অনুষ্ঠিত হয়। এতে চারটি এজেন্ডা ছিল। সভায় সংরক্ষিত নারী আসনের তফসিল নির্ধারণ, কিশোরগঞ্জ-১ আসনের তফসিল নির্ধারণ, পঞ্চম উপজেলা নির্বাচনের প্রস্তুতি এবং জাতীয় ঐক্যফ্রন্ট ও বাংলাদেশ আওয়ামী লীগের স্মারকলিপি বিষয়ে আলোচনা হয়।

সোমবার কমিশন সভা শেষে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের এ তথ্য দেন। সচিব বলেন, সংরক্ষিত ৫০ নারী আসনের প্রার্থী মনোনয়নের বিষয়ে সংসদে প্রতিনিধিত্বকারী দল ও স্বতন্ত্র সংসদ সদস্যদের দল ও জোটগত অবস্থান জানাতে চেয়ে চিঠি দেবে ইসি। ৩০ জানুয়ারির মধ্যে এ বিষয়ে কমিশনকে অবহিত করতে হবে।

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বিস্তারিত তফসিল ঘোষণা হবে।সদর উপজেলার সব কেন্দ্রে ভোট হবে ইভিএমে।

আগামী মাসের ১২ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে এ নির্বাচনের ভোটার তালিকা। বিস্তারিত তফসিলে মনোনয়নপত্র দাখিল, মনোনয়নপত্র বাছাই ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় জানা যাবে।

ই-বার্তা / রেজওয়ানুল ইসলাম