সাকিবের প্রশংসায় পঞ্চমুখ ফকনার

ই-বার্তা ডেস্ক ।। আইপিএলে সাকিব বন্দনা চলছেই। সাত বছর কলকাতার জার্সি গায়ে আইপিএল মাতানোর পর সাকিব এবার হায়দরাবাদে। আর নতুন দলের হয়ে প্রথম ম্যাচেই বাজিমাত করেছেন সাকিব। চার ওভার বোলিং করে ৫.৭৫ গড়ে ২৩ রান দিয়ে শিকার করেছেন মূল্যবান দুই উইকেট। প্রয়োজনের সময় এনে দিয়েছেন ব্রেকথ্রু। এরপর থেকেই প্রশ্নগসায় ভাসছেন সাকিব।

 

এবার এই বিশ্বসেরা অলরাউন্ডারকে প্রশংসায় ভাসালেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার জেমস ফকনারও।এই অজি অলরাউন্ডারের মতে, সাকিবের ব্যাটসম্যানদের পড়তে পারার দারুণ ক্ষমতা আছে। আর তাই বুদ্ধিমত্তার সঙ্গে স্কিলের মিশেলে সাকিব নিজেকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়।

 

সাকিবের সাফল্যের রহস্য বিশ্লেষণ করতে গিয়ে ফকনার বলেন, ‘সাকিব উইকেট না পেলেও, তাঁর ওভারে রান নেওয়া বেশ কস্টসাধ্য ব্যাপার। কারণ সাকিব বেশ চতুরতার সঙ্গে বল করেন। আর পাওয়ার প্লে’তে বোলিং করে দুই ওভারে মাত্র ছয় করে রান দেওয়া সহজ ব্যাপার নয়। নিজের স্কিলের যথাযথ প্রয়োগ করতে পারাই সাকিবের বড় অস্ত্র।’

 

ফকনার আরও বলেন, ‘প্রথম তিন ওভারে সাকিব কোনো উইকেট পায়নি। তবুও সে চতুর্থ ওভারে ফ্লাইট বল করে ব্যাটসম্যানদের ছয় মারতে আমন্ত্রণ জানিয়েছে, এটা সাহসিকতা। ব্যাটসম্যানকে ছয় মারার লোভ দেখানোর সাহসিকতা থাকলেই আপনি উইকেট পাবেন। সাকিবও এই জিনিসটাই করেছে। এবং পরপর দুইবার সাফল্য পেয়েছে। ব্যাটসম্যানদের পড়তে পারার অদ্ভুত ক্ষমতা আছে তার।’

 

 

 

ই-বার্তা/ডেস্ক