সালাহর জোড়া গোলে রোমাকে উড়িয়ে দিল লিভারপুল

ই-বার্তা ।।  ‘আবেগ’ ও ‘পেশাদারিত্ব’- কোনটি বেছে নেবেন মোহাম্মদ সালাহ। পরের শব্দটি যে তিনি বেছে নেবেন তা অনুমিতই ছিল। অবশেষে সেই দৃশ্যেই দেখা গেল তাকে। সাবেক দলের বিপক্ষে জাদু দেখালেন ছন্দে থাকা সালাহ। গোল করলেন, সতীর্থদের দিয়েও করালেন।

দ্যুতি ছড়ালেন রবার্তো ফিরমিনহোও। তাদের নৈপুণ্যে রোমাকে নাচিয়ে ছাড়ল লিভারপুল। দুজনের জোড়া গোলে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে রোমাকে ৫-২ গোলে হারিয়েছে পাঁচবারের চ্যাম্পিয়নরা।

মঙ্গলবার রাতে লিভারপুলের ঘরের মাঠ অ্যানফিল্ডে আতিথ্য নেয় রোমা। প্রতিপক্ষের দূর্গে শুরুতে তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলে অতিথিরা। তবে সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারেননি তারা। একপর্যায়ে আক্রমণ থেকে পিছু হটতে থাকে দ্য ম্যাজিক ওয়ানরা।

এর সুযোগ নিয়ে রোমার ওপর ঝাঁপিয়ে পড়ে লিভারপুল। তবে গোলমুখ খুলছিল না। অবশেষে ৩৫ মিনিটে কাঙ্ক্ষিত সাফল্য পায় দলটি। ফিরমিনহোর পাস ধরে বাঁ পায়ের দুর্দান্ত কোনাকুনি শটে লক্ষ্যভেদ করে লিড এনে দেন সালাহ। এগিয়ে যেতেও সময় লাগেনি। ৪৫ মিনিটে পাল্টা আক্রমণে অসাধারণ চিপে ব্যবধান দ্বিগুণ করেন এ মিসরীয় ফুটবলার। এবারও সহায়তায় ব্রাজিলিয়ান মিডফিল্ডার।

এ নিয়ে এবারের চ্যাম্পিয়নস লিগে ১০ গোল করলেন সালাহ। সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৩। সদ্যই ফর্মের মগডালে থাকার স্বীকৃতি পেয়েছেন মিসরের মেসিখ্যাত ফুটবলার। দুদিন আগে খেলোয়াড়দের ভোটে ২০১৭-১৮ মৌসুমে ইংল্যান্ডের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন তিনি।

পরপর ২ গোল করে লিভারপুলকে এগিয়ে দিলেও রোমার বিপক্ষে উদযাপন করেননি সালাহ। ২০১৫- ২০১৭ সাল পর্যন্ত ক্লাবটিতে খেলেন তিনি। সেখানে খেলেই পাদপ্রদীপের আলোয় আসেন দ্য ফারাওখ্যাত এ ফুটবলার।

দ্বিতীয়ার্ধেও প্রতিপক্ষের ওপর চাপ বজায় রাখে লিভারপুল। গোল করার পর এবার সতীর্থদের করানোতেই মনোযোগ দেন সালাহ। তার জোগানে ৫৬ মিনিটে ব্যবধান ৩-০ করেন সাদিও মানে। ৬১ মিনিটে সেই প্রাণভোমরারই গোলমুখে বাড়ানো বল টোকা দিয়ে জালে জড়ান ফিরমিনহো। আর ৬৮ মিনিটে জেমস মিলনারের কর্নারে হেডে স্কোরলাইন ৫-০ করেন এ ব্রাজিলিয়ান।

শেষ দিকে হঠাৎই দৃশ্যপটে পরিবর্তন আসে। খেলার নিয়ন্ত্রণ নিয়ে নেয় রোমা। ৮১ মিনিটে নাইনগোলানের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে লক্ষভেদ করে ব্যবধান কমান এডিন জেকো। বার্সেলোনার বিপক্ষে দুই লেগেই গোল করেন তিনি। ৮৫ মিনিটে স্পট কিকে দ্বিতীয় গোলটি করেন ডিয়েগো পেরোত্তি। নাইনগোলানের শট ডি-বক্সে মিলনারের হাতে লাগলে পেনাল্টিটি পায় সফরকারীরা।

এ জয়ে ১১ বছর পর ইউরোপসেরা টুর্নামেন্টের ফাইনালে ওঠার পথে একধাপ এগিয়ে গেল লিভারপুল। চূড়ান্ত রূপদানে আগামী বুধবার রোমার মাঠে হবে ফিরতি লেগে লড়বে অলরেডসরা।