সুদানে আকস্মিক বন্যায় ৬২ জনের মৃত্যু

ই-বার্তা ডেস্ক।।  সুদানে ভয়াবহ আকস্মিক বন্যায় অন্তত ৬২ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। ভারী বর্ষণের ফলে সৃষ্ট এ বন্যায় আহত হয়েছেন আরো ৯৮জন।  

সুদানের সরকারি বার্তা সংস্থার বরাত দিয়ে আরব নিউজ জানিয়েছে, জুলাই মাস থেকে শুরু হওয়া ভারী বর্ষণের ফলে এ বন্যার সৃষ্টি হয়েছে। দেশটির ১৮টি প্রদেশের মধ্যে রাজধানী খার্তুম সহ ১৫টি প্রদেশ বন্যায় প্লাবিত হয়েছে। ভয়াবহ এ বন্যায় প্রায় দুই লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির দক্ষিণাঞ্চলীয় হোয়াইট নীল এলাকা।

সুদানের স্বাস্থ্যমন্ত্রণালয়ের বরাত দিয়ে আরব নিউজ আরও জানিয়েছে, এ বন্যায় অন্তত ৩৭ হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এরমধ্যে সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে ৫৯৫টি। 

দেশটির আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, চলতি মাস পেরিয়ে অক্টোবর মাস জুড়েও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 

ই-বার্তা/সালাউদ্দিন সাজু