হন্ডুরাসে নৌকা ডুবে ২৬ জনের মৃত্যু

ই-বার্তা ডেস্ক।।  হন্ডুরাসে মাছ ধরার নৌকা ডুবে কমপক্ষে ২৬ জন নিহত হয়েছেন। এখন পর্যন্ত জীবিত উদ্ধার করা হয়েছে ৪৭ জনকে।

বুধবার দেশটির সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, খারাপ আবহাওয়ায় পড়ে ক্যারিবিয়ান সাগরের উপকূলে নৌকাটি ডুবে যায়। 

হন্ডুরাসের সশস্ত্র বাহিনীর মুখপাত্র জোসে ডমিংগো মেজা বলেন, দুর্ঘটনাস্থলের কাছাকাছি পোর্তো লেম্পিরা থেকে ৪৭ জনকে উদ্ধার করা হয়েছে। নৌকাটি জেলেদের নিয়ে হন্ডুরাস-নিকারাগুয়া সীমান্তের কাছে কো গ্রাসিয়াস থেকে যাত্রা করে। এই জেলেরা লবস্টার (গলদা চিংড়ি) ধরতে যাচ্ছিল বলেও জানান তিনি।

মাছ ধরার মৌসুম উপলক্ষে হন্ডুরাস উপকূলে অনেক নৌকা এসে ভীড় জমিয়েছে। কয়েকদিন আগে জেলেদের আরেকটি নৌকা ডুবে যায়। সে সময় ৪৯ জনকে উদ্ধার করা হয়।

ই-বার্তা/সালাউদ্দিন সাজু