হিন্দুস্তানের কোনো শক্তি মোদিকে আর প্রধানমন্ত্রী করতে পারবে নাঃ রাহুল

ই- বার্তা ডেস্ক।।   কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেন, নরেন্দ্র মোদির মুখ জনতা বন্ধ করে দিয়েছে। লোকসভার পঞ্চম দফা ভোটের পর থেকে চুপসে গেছেন তিনি।

গতকাল মঙ্গলবার পশ্চিমবঙ্গের পুরুলিয়ায় বামনিয়া টালি সেন্টার ময়দানে নির্বাচনী প্রচার চালাতে গিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে এ কথা বলেন । খবর আনন্দবাজার পত্রিকার।

রাহুল গান্ধী জোর দিয়ে বলেন, হিন্দুস্তানের কোনো শক্তি মোদিকে আর প্রধানমন্ত্রী করতে পারবে না। মানুষ তাকে শিক্ষা দিয়েছেন, প্রচণ্ড ধাক্কা খেতে চলেছেন তিনি। মিথ্যা প্রতিশ্রুতি আর কেউ শুনবে না।

রাহুল বলেন, মোদি ঘৃণা ছড়াক, খারাপ কথা বলুক। আমরা ভালোবাসা দিয়েই মানুষের মন জয় করব। মানুষ তাকে শিক্ষা দিয়ে দিয়েছেন।

বিভিন্ন রাজ্যে বুথফেরত জরিপে যে তথ্য পাওয়া গেছে, তাতে মোদি-জমানার অবসানের ইঙ্গিতই পেয়েছে রাহুলের দল। পুরুলিয়ার কংগ্রেস প্রার্থী নেপাল মাহাতোর সমর্থনে সভা করতে আসা রাহুলকে মঙ্গলবার আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী দেখা গেছে।

বৃহস্পতিবার পুরুলিয়াতেই সভা করার কথা প্রধানমন্ত্রী মোদির। কংগ্রেস সভাপতি মোদিকে কটাক্ষ করে আরও বলেন, এখানে তো আসবেন মোদিজি, শুনেছি। দেখবেন সেদিন, আত্মবিশ্বাস নেই।

কৃষকদের জন্য প্রতিশ্রুতি, বেকারদের জন্য চাকরি— এসব এখন আর বলতে গেলেই গোলমাল। মানুষ ধরে ফেলেছেন সব।

পশ্চিমবঙ্গে আগের দুদফার সভার মতো তৃতীয়বারে রাহুল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলকে কড়া আক্রমণের পথে যাননি।

ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম