১০ ওভারে তিন উইকেটে শ্রীলংকার সংগ্রহ ৬০ রান

ই-বার্তা ।।  তাসকিন আহমেদের ব্রেকথ্রুর পর শ্রীলঙ্কা তৃতীয় উইকেট হারালো। শরিফুল ইসলামের বলে মেহেদী হাসান মিরাজের দারুণ ক্যাচে মাঠ ছাড়লেন সাদিরা সামারাবিক্রমা। ৪ বলে মাত্র ১ রান করেন শ্রীলঙ্কার ব্যাটার। সপ্তম ওভারের প্রথম বলে ৪৩ রানে সফরকারীদের ৩ উইকেট পড়লো। ১০ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ ৬০।

ইনিংসের দ্বিতীয় বলে উদ্বোধনী জুটি ভেঙে গেলেও আরেক ওপেনার পাথুম নিসাঙ্কা হাল ধরেছিলেন। একপ্রান্ত দিয়ে বাউন্ডারি মেরে আগ্রাসী হয়ে উঠছিলেন তিনি। তাকে সঙ্গ দিচ্ছিলেন কুশল মেন্ডিস। তাসকিন আহমেদ ব্রেকথ্রু আনলেন। ৪২ রানের জুটি ভেঙে দিলেন তিনি কুশলকে ফিরিয়ে। মুশফিকুর রহিম ডানদিকে ঝাঁপিয়ে নিচু ক্যাচ ধরেন। ১৩ বলে ১৬ রানে থামেন লঙ্কান অধিনায়ক। ২৯ বলে ৪১ রানের জুটি ভেঙে যায়।

ইনিংসের দ্বিতীয় বলেই শ্রীলঙ্কার উদ্বোধনী জুটি ভাঙলো বাংলাদেশ। শরিফুল ইসলামের বলে আভিষ্কা ফার্নান্ডো খালি হাতে ফিরে যান। প্রথম স্লিপে সৌম্য সরকারের ক্যাচ হন তিনি।