২০২২ সালে শেষ হবে মেট্রোরেলের কাজঃ জাইকা

ই-বার্তা ডেস্ক।।  ২০২২ সালের মধ্যে ঢাকায় মেট্রোরেল প্রকল্পের কাজ পুরোপুরি শেষ হবে বলে  জানিয়েছে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা জাইকা।  আর ঢাকায় গণপরিবহনের উন্নয়নে গৃহীত ম্যাস র‌্যাপিড ট্রানজিট-এমআরটির সব প্রকল্প ২০২৮ সালের মধ্যে শেষ করা হবে। 

জাইকার আবাসিক প্রতিনিধি হিতোশি হিরাতাসহ তিন সদস্যের একটি প্রতিনিধি দল সোমবার শেরেবাংলা নগরে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের সঙ্গে সাক্ষাতকালে এই কথা বলেন। 

বৈঠকের পর পরিকল্পনামন্ত্রী সাংবাদিকদের বলেন, “জাইকা প্রতিনিধির কাছে এমআরটি-৬ সম্পর্কে জানার আগ্রহ ছিল।  তিনি আমাকে জানিয়েছেন, এমআরটি-৬ মেট্রোরেল প্রকল্পটি ২০২২ এর মধ্যে শেষ হবে।  আর শেষটা অর্থাৎ এমআরটির শেষ প্রকল্পটি ২০২৮ সালের মধ্যে শেষ হবে।”

মন্ত্রী বলেন, “মাঝখানে হলি আর্টিজান দুর্ঘটনার কারণে জাপানের অর্থায়নে বাস্তবায়নাধীন প্রকল্পগুলোর কিছুটা ক্ষতি হয়েছিল।  আমি তাদের কাছে জানতে চেয়েছি, এখন তাদের নিরাপত্তার কোনো সমস্যা আছে কি না? তারা আমাকে বলেছেন, যা হওয়ার হয়ে গেছে তবে এখন কোনো সমস্যা নেই।  বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তারা সন্তুষ্ট।”

জাইকার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর আলোচনার বিষয়বস্তু সাংবাদিকদের জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।  ২০১৬ সালের জুলাইয়ে গুলশানের  হলি আর্টিজান ক্যাফেতে জঙ্গি হামলায় নিহতদের মধ্যে সাতজন ছিলেন জাপানি।  এদের মধ্যে ছয়জন ছিলেন মেট্রোরেল প্রকল্পের সমীক্ষক। 

এমএ মান্নান বলেন, “গতি ভালোই আছে। সময়মতোই সকল প্রকল্পের কাজ শেষ হবে বলে তারা (জাইকা) আশাবাদী।  ঢাকার কাছে আড়াই হাজারে জাপানি বিনিয়োগকারীদের জন্য একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল নির্মাণ করা হচ্ছে।  ওইটার বিষয়ে তাদের আগ্রহ বেশি।  এছাড়াও জ্বালানি খাতেও তারা বিনিয়োগে আগ্রহী।”

ওই অর্থনৈতিক অঞ্চলে জাপানি ব্যবসায়ীরা বিনিয়োগ করবে বলে উল্লেখ করে তিনি বলেন, “তারা আমাদের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির ওপর জোর দিয়েছেন।  যেমন আমাদের পরিকল্পনা কমিশনে যেখানে প্রকল্পের ডিপিপির কার্য়ক্রম পরিচালনা করা হয় তাতে অনেক সময় লেগে যাচ্ছে বলে তারা মনে করেন।”

ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু