২০ নভেম্বর ফখরুলদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আদেশ

ই- বার্তা ডেস্ক।।   নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গে যুক্ত হয়ে ঢাকা শহরে নৈরাজ্য চালানোর অভিযোগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশের জন্য আগামী ২০ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।

অপর দুজন হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

গতকাল বৃহস্পতিবার গ্রেফতারি পরোয়ানা জারির বিষয় আদেশের জন্য দিন ধার্য ছিল। কিন্তু ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরি এদিন আদেশ না দিয়ে আগামী ২০ নভেম্বর আদেশ দেয়ার জন্য নতুন দিন ধার্য করেন।

এর আগে ২২ সেপ্টেম্বর ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলামের আদালতে মামলার বাদী এবি সিদ্দিকী আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন। আদালত এ বিষয়ে আদেশের জন্য ১৩ অক্টোবর দিন ধার্য করেন। ওইদিন আদেশ না দিয়ে ৩১ অক্টোবর আদেশের জন্য দিন ধার্য করেন আদালত।

গত ৬ ফেব্রুয়ারি তেজগাঁও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সেন্টু মিয়া ঘটনার সত্যতা পাওয়ায় আসামিদের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেন।