২২ ফেব্রুয়ারি জাতীয় ঐক্যফ্রন্টের গণশুনানি

ই- বার্তা ডেস্ক।।   আগামী শুক্রবার জাতীয় ঐক্যফ্রন্ট ঢাকার কোথাও মিলনায়তনের অনুমতি না পেয়ে সুপ্রিমকোর্ট প্রাঙ্গনে আইনজীবীদের মিলনায়তনে গণশুনানির করার সিদ্ধান্ত নিয়েছে ।

আজ মঙ্গলবার বিকালে স্টিয়ারিং কমিটির বৈঠকের পর ফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন এই সিদ্ধান্তের কথা জানান। বিকাল সাড়ে ৪টা থেকে দেড় ঘণ্টা এই বৈঠকটি হয় মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে অনুষ্টিত হয়।

অনুষ্টিত  বৈঠক শেষে ড. কামাল হোসেন বলেন, ‘আমাদের গণশুনানি ছিল ২৪ তারিখ। এটি আগামী ২২ তারিখ শুক্রবার হবে। সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে এই গণশুনানি সকাল ১০টায় শুরু হবে এবং বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত চলবে। এটাই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।’

দুইদিন কেনো এগিয়ে আনা হলো- এ প্রশ্নের জবাবে ড. কামাল হোসেন বলেন, ‘কোথাও জায়গা পাওয়া যাচ্ছিল না। যেহেতু আমরা আইনজীবী সমিতির মিলনায়তনটি পেয়েছি ২২ তারিখ। সে জন্য গণশুনানির তারিখ এগিয়ে আনা হয়েছে।’

বৈঠকে বিএনপির মহাসচিব ড. আবদুল মঈন খান, আবদুস সালাম, জেএসডির আসম আবদুর রব, গণফোরামের সুব্রত চৌধুরী, মোস্তফা মহসিন মন্টু, জগলুল হায়দার আফ্রিক, কৃষক শ্রমিক জনতা লীগের হাবিবুর রহমান তালুকদার খোকা, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, শহিদুল্লাহ কায়সার, বিকল্পধারার অধ্যাপক নুরুল আমিন ব্যাপারী, গণস্বাস্থ্য সংস্থার ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

ই- বার্তা / রেজওয়ানুল ইসলাম