ডাক্তারদের ভুল চিকিৎসায় অসুস্থ হয়েছিলেন এরশাদঃ রাঙ্গা

ই-বার্তা ডেস্ক।।  জাতীয় পার্টির মহাসচিব ও একাদশ সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা বলেছেন, ডাক্তারদের ভুল চিকিৎসার কারণে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন।  তার ক্যানসার না হলেও তাকে ক্যানসারের ওষুধ দিয়েছিলেন চিকিৎসকরা। 

মশিউর রহমান রাঙ্গা বলেন, সিঙ্গাপুরের চিকিৎসকরা জানিয়েছেন, এরশাদের ক্যানসার হয়নি।  ভুল চিকিৎসার কারণে তার লিভারে কিছুটা সমস্যা দেখা দেয়।  ফলে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন।রোববার দুপুরে বিরোধীদলীয় নেতা জাপা চেয়ারম্যান এরশাদকে সঙ্গে নিয়ে ৩ দিনের সফরে রংপুরে গিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ অভিযোগ করেন তিনি। 

রাঙ্গা বলেন, এরশাদ এখন অনেকটা সুস্থ।  তিনি এখন একাই হাঁটতে পারেন।  কিন্তু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি হুইল চেয়ার ব্যাবহার করছেন।  বিএনপিকে নাই পার্টি আখ্যায়িত করে রাঙ্গা বলেন, তাদের দলের কোনো অবস্থান নেই।  জনগণ তাদের প্রত্যাখান করেছে।

এর আগে দুপুর সাড়ে ১২ টায় এরশাদ ঢাকা থেকে হেলিকপ্টারযোগে রংপুরে এসে পৌঁছলে হাজার হাজার নেতাকর্মী এবং মোটরসাইকেলের বিশাল বহর তাকে সংবর্ধনা জানায়।  এরশাদ হেলিকপ্টার থেকে নেমে সরাসরি নগরীর একটি হোটেলে আসেন। 

এরশাদের সঙ্গে তার ছেলে এরিখ এরশাদ রংপুরে আসেন।  এছাড়াও জেলা জাপার সাধারণ সম্পাদক ফখরুজ্জামান জাহাঙ্গীরসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ই-বার্তা/মোঃ সালাউদ্দিন সাজু