দুই লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী শেখ তন্ময়।

ই-বার্তা ডেস্ক ।।   বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ সারহান তন্ময় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। মহাজোট প্রার্থী বঙ্গবন্ধু পরিবারের তৃতীয় প্রজন্মের উত্তরাধিকার শেখ সারহান তন্ময়ের জয়টা অনুমিতই ছিল।প্রচারে ঝড় তোলা এই সুদর্শন শেষ পর্যন্ত বিপুল ভোটে জয়ী হয়েছেন।

 

শেখ তন্ময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাতিজা শেখ হেলালের ছেলে।শেখ হেলাল বাগেরহাট-২ আসন থেকে জয়ী হয়েছেন। গতকাল রোববার রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস বিষয়টি গনমাধ্যমে নিশ্চিত করেন।

 

আওয়ামী লীগ প্রার্থী শেখ সারহান তন্ময় পেয়েছেন ২ লাখ ২১ হাজার ২১২ ভোট। তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বী বিএনপি প্রার্থী (ধানের শীষ) এমএ সালাম পেয়েছেন ৪ হাজার ৫৯৭ ভোট।দুই লক্ষাধিক ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন শেখ তন্ময়।

 

শেখ হেলালের পুত্র শেখ তন্ময় আগেই জানিয়ে দিয়েছিলেন এমপি হতে পারলে সরকারি সুবিধা যেমন ফ্ল্যাট, গাড়ি ও বেতন-ভাতা নেবেন না। তিনি নেতা নন টিঙই জনগনের সেবক হয়ে থাকতে চান।

 

 

 

ই-বার্তা / রেজওয়ানুল ইসলাম