দেশসেরা হয়েও কপাল পুড়ল ওদের

ই-বার্তা ডেস্ক।। ভিসা আবেদন বাতিল হওয়ায় পর্তুগালে অনুষ্ঠিতব্য প্রোগ্রামিংয়ে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসরে  অংশ নিতে পারছে না শাবিপ্রবি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তিন শিক্ষার্থী।

অথচ দেশের সবকটি বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে গত নভেম্বরে দেশসেরা হয়েছিল শাবিপ্রবির  কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ওই তিন শিক্ষার্থী তথা বাংলাদেশকে প্রতিনিধিত্বকারী দল ‘সাস্ট ড্রেসিফেডর’।

সাস্ট ড্রেসিফেডর সদস্যরা জানান, বাংলাদেশে পর্তুগালের দূতাবাস না থাকায় গত ২১ ফেব্রুয়ারি সাস্ট ড্রেসিফেডরের পাঁচ সদস্য ফ্রান্সের দূতাবাস থেকে সেনজেন ভিসার আবেদন করেন।

সাস্ট ড্রেসিফেডরের মেন্টর ও বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের সহকারী অধ্যাপক বিশ্বপ্রিয় চক্রবর্তী বলেন, আমরা চ্যাম্পিয়ন হওয়া সত্ত্বেও ৩১ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিতব্য বৈশ্বিক আসরে অংশ নিতে পারছি না। ওয়ার্ল্ড ফাইনালকে ঘিরে টিমের সদস্যরা দীর্ঘদিন ধরে পরিশ্রম করে যাচ্ছে। অথচ রানার্সআপ হয়েও বুয়েটের টিম ওয়ার্ল্ড ফাইনালে অংশ নিচ্ছে।

ই-বার্তা / আরমান হোসেন পার্থ