গোলান মালভূমিকে ইসরায়েলের ভূমি হিসেবে স্বীকৃতি দিল যুক্তরাষ্ট্র

ই-বার্তা ডেস্ক।।  সিরিয়ার কাছ থেকে জোরপূর্বক দখলকৃত গোলান মালভূমিকে ইসরায়েলের সার্বভৌমত্ব হিসেবে স্বীকৃতি দিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষণা পত্রে স্বাক্ষর কালে সেখানে উপস্থিত ছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু।গোলানে বর্তমানে ২০ হাজার ইসরায়েলি বাস করে।  এ ছাড়াও এখানে বাস করে প্রায় ২০ হাজার সিরিয়ান দ্রুজ সম্প্রদায়ের লোক।

ট্রাম্পের এমন ঘোষণায় বিশ্বজুড়ে সমালোচনা ও নিন্দার ঝড় উঠেছে।  এর মধ্যে জাতিসংঘ মানবাধিকার কমিশন, ইউরোপীয় ইউনিয়ন, তুরস্ক, ফ্রান্সসহ অনেক দেশ তীব্র নিন্দা জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছে। 

উল্লেখ্য, গোলান মালভূমি নিয়ে সিরিয়া-ইসরায়েলের বিরোধ শুরু হয়েছে ১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধের সময় থেকে।  ১৯৬৭ সালে ইসরায়েল গোলান মালভূমি দখল করার পর সিরিয়ান আরব বাসিন্দারা অধিকাংশই পালিয়ে যায়। 

১৯৭১ সালে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয় সিরিয়া।  এরপর ১৯৮১ সালে ইসরায়েল গোলানকে নিজের অংশ করে নেয় একতরফা ভাবে। 

ই-বার্তা/সালাউদ্দিন সাজু