ইরানকে ধ্বংসের হুমকি দিলেন ট্রাম্প

ই-বার্তা ডেস্ক।।  ইরানকে কড়া হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  রবিবার এক টুইট বার্তায় এ হুঁশিয়ার বার্তা দিয়ে ট্রাম্প বলেন, ইরানকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হবে। 

ট্রাম্প তার টুইটারে বলেন, ইরান যদি যুদ্ধ করতে চায়, তাহলে তা হবে ইরানের আনুষ্ঠানিক সমাপ্তি।  যুক্তরাষ্ট্রকে হুমকি দিও না।

এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধ লেগে যাওয়ার সম্ভাবনায় পুরো মধ্যপ্রাচ্য জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।  সৌদি বাদশাহ সালমান ৩০শে মে মক্কায় এক জরুরী বৈঠকে বসার জন্য আরব লীগ এবং উপসাগরীয় দেশগুলোর জোট জিসিসি সদস্যদের আমন্ত্রণ জানিয়েছেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভাদ জারিফ বলেছেন, ট্রাম্পের আশপাশের কিছু মানুষ তাকে যুদ্ধ শুরুর উস্কানি দিচ্ছে। 

শনিবার জারিফ বলেন, ইরান কোনো যুদ্ধ চায় না।  তবে তিনি একথাও বলার চেষ্টা করেন যে ইরানের সঙ্গে লড়াইয়ে যুক্তরাষ্ট্র জয়ী হবে না এটাও আমেরিকানরা জানে।

ই-বার্তা/সালাউদ্দিন সাজু