ইসরায়েলের সঙ্গে সব চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছে ফিলিস্তিন

ই-বার্তা ডেস্ক।।  দখলদারি ও উচ্ছেদ অভিযান অব্যাহত রাখায় ইসরায়েলের সঙ্গে সব ধরনের চুক্তি বাতিল করেছে ফিলিস্তিন। দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটায় বৃহস্পতিবার এই ঘোষণা দেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।  

তুরস্কের ডেইলি সাবাহ জানায়, অধিকৃত পশ্চিম তীরের রামাল্লাহ শহরে ক্ষমতাসীন দল প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) একটি বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

ফিলিস্তিনি প্রেসিডেন্ট বলেন, “ইসরায়েলের সঙ্গে যে সব চুক্তি হয়েছিল সেগুলো কার্যকর না করার সিদ্ধান্ত নিয়েছেন নেতারা।”

এ সপ্তাহে পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের ব্যাপক হারে উচ্ছেদ এবং তাদের বসতি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় গতকাল সন্ধ্যায় পিএলও’র এ বৈঠক ডাকা হয়।

মাহমুদ আব্বাস জানান, “ফিলিস্তিনের সঙ্গে চুক্তি উপেক্ষা করে ইসরায়েলি দখলদারি চলতে থাকায় এমন সিদ্ধান্ত নিয়েছেন তারা। আমরা কোনো হুকুমের প্রতি নত হব না। জেরুজালেমসহ কোনো জায়গাতেই ইসরায়েলের সেনাবাহিনীর কর্তৃত্ব মেনে নিব না।”

ফিলিস্তিনিদের বিক্ষোভ ও আন্তর্জাতিক সমালোচনাকে উপেক্ষা করে সোমবার পূর্ব জেরুজালেমে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় ইসরায়েল।

ই-বার্তা/সালাউদ্দিন সাজু